স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ অক্টোবর : দল বিরোধী ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ভারতীয় জনতা পার্টির প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো প্রদেশ বিজেপি-র সহ-সভানেত্রী পাতাল কন্যা জমাতিয়াকে। মঙ্গলবার প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের নির্দেশ অনুসারে প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক অমিত রক্ষিতের স্বাক্ষরিত এক আদেশে এই বহিষ্কার কার্যকর হয়েছে। উল্লেখ্য, সোমবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে পাতাল কন্যা জমাতিয়া দাবি করেছিলেন এতদিন টিপিএফ রাজনৈতিক এবং সামাজিক কাজ করে এসেছে।
কিন্তু বর্তমানে টিপিএফ এনজিও থেকে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেছে। যার নাম দেওয়া হয়েছে ত্রিপুরা পিপলস্ সোসিওলিস্ট পার্টি। আগামী দিন এই রাজনৈতিক দল মানুষের স্বার্থে কাজ করবে। তিনি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেছিলেন, তিনি ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি নয়া রাজনৈতিক দলের সুপ্রিমো হয়ে দায়িত্ব পালন করবেন। আর এটা অসম্ভব এর কিছু নয়। কারণ তিপরা মথার কেউ যদি ভারতীয় জনতা পার্টি হয়ে লড়তে পারে তাহলে তিনি কেন নতুন দল গঠন করতে পারবেন না। এমনটাই ঘোষণা দেওয়ার ২৪ ঘন্টা অতিক্রম হতেই দল থেকে বহিষ্কারের নির্দেশ বের হলো পাতাল কন্যার বিরুদ্ধে।
পাতাল কন্যার বিরুদ্ধে বিগত দিনেও নানা অভিযোগ সামনে এসেছে। দল সবকিছুই মুখ বুজে সহ্য করেছে। কিন্তু এবার আর সহ্য করল না দল। সদস্য পদ থেকেই বহিষ্কার করে দিলো পাতার কন্যাকে। রাজ্যের শাসক দলের এই সিদ্ধান্তে জনজাতি অংশে মানুষের উপরে প্রভাব পড়তে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ পাহাড়ে পাতাল কন্যা একটা ভালো পরিচিত মুখ। মথার আগে পাতাল কন্যার দল টি পি এফ লড়াই শুরু করেছে পাহাড়ে। বহু আন্দোলনের প্রধান মুখ ছিল পাতাল কন্যা। তারপর ভারতীয় জনতা পার্টি বহু চেষ্টা করে নিয়ন্ত্রণ করেছিল পাতাল কন্যাকে। সব চেষ্টা ব্যর্থ হয়েছে ভাজপার। আগামী দিন দুশ্চিন্তার কারণ হতে পারে বলেও মনে করছে।