Sunday, October 6, 2024
বাড়িরাজ্যউদীচী ক্লাবের পূজা হবে বলে দাবি ক্লাব কর্তৃপক্ষের, হাসির খোরাক প্রশাসন

উদীচী ক্লাবের পূজা হবে বলে দাবি ক্লাব কর্তৃপক্ষের, হাসির খোরাক প্রশাসন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ অক্টোবর : মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ লংঘন করে এক দন্ত চিকিৎসকের বাড়িতে গিয়ে গুন্ডামি করায় আগরতলা শহরের পূর্ব শিবনগর এলাকার উদীচী ক্লাবের পূজা বন্ধ হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত সাংসদের কৃপায় আগরতলা শহরের উদীচী ক্লাবের পূজার অনুমতি পেয়েছে বলে দাবি উদীচী ক্লাবের সভাপতি সুবীর দেববর্মার। তিনি ক্লাব প্রাঙ্গনে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে বলেন, প্রতিবছরের মতো এ বছরও শান্তিপূর্ণভাবে এলাকাবাসীকে নিয়ে তারা দুর্গা পূজার আয়োজন করতে চলেছে।

কিন্তু উদীচী ক্লাবের বিরুদ্ধে অভিযোগ ছিল গত বৃহস্পতিবার সকালে ক্লাব এলাকার দন্ত চিকিৎসক প্রীতম দেব রায়ের বাড়িতে গিয়ে দেড় হাজার টাকা চাঁদা টাকা কাটা হয়েছিল। সেই চাঁদা মিটিয়ে দিতে অনিহা প্রকাশ করেছিল দন্ত চিকিৎসকের পরিবার। তারপরেই দন্ত চিকিৎসক, চিকিৎসকের মা এবং ভাইকে মারধর করার পাশাপাশি বাড়িঘর ভাঙচুর করেছিল ক্লাবের সম্পাদক বিশ্বজিৎ ঘোষের নেতৃত্বে কিছু যুবক। বাড়ির লোকজনকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছিল বলে অভিযোগ। পরবর্তী সময় দন্ত চিকিৎসক পূর্ব আগরতলা থানায় মামলা দায়ের করেন। বিষয়টি নিয়ে আসে সংবাদ মাধ্যমের সামনে। সংবাদ মাধ্যম বিষয়টি নিয়ে যখন প্রচার শুরু করে তখন নড়েচড়ে বসে জেলা প্রশাসন। সাংবাদিক সম্মেলন ডেকে উদীচী ক্লাবের পূজা বন্ধ করে দেন জেলা শাসক।

 এর মধ্যে মঙ্গলবার আবার সাংবাদিক সম্মেলন থেকে ক্লাব কর্তৃপক্ষ দাবি করেন, এলাকার তথাকথিত অভিভাবক রাজীব ভট্টাচার্যের প্রচেষ্টায় তারা পূজার অনুমতি পেয়েছে। সাংবাদিক সম্মেলনে বিষয়টি এত হালকাভাবে তুলে ধরেছেন যেন কিছুই হয়নি এলাকায়। সভাপতি দাবি করেন এলাকার এক পরিবারের সাথে তাদের ভুল বোঝাবুঝি হয়েছিল। গত ২৮ সেপ্টেম্বর ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর সুখময় শাখার বাড়িতে ক্লাব কর্তৃপক্ষের সাথে দন্ত চিকিৎসকের পরিবারের আলোচনা হয়। ভুল বোঝাবুঝির বিষয়টি মীমাংসা হয়েছে আলোচনা সভায়। কিন্তু সাংবাদিক সম্মেলনে তিনি একবারের জন্যেও বলেননি যে প্রশাসনের পক্ষ থেকে তাদের অনুমতি দেওয়া হয়েছে। সুতরাং জট থেকে যাচ্ছে। অনুমতি তাহলে দিয়েছে কে? অভিভাবক নাকি প্রশাসন? এলাকায় কান পাতলে শোনা যায়, হাসির খোরাক প্রশাসন। কারণ পূজার অনুমতি রদ করে আবার কিভাবে অনুমতি দিয়েছে? আর অনুমতি দিয়ে থাকলে প্রশাসনের পক্ষ থেকে আবার সাংবাদিক সম্মেলন করার কথা। কিন্তু সেই জায়গায় কিভাবে দায়িত্ব নিল ক্লাব কর্তৃপক্ষ? আরেকটি বিষয় এলাকাবাসীর মধ্যে ঘুরপাক খাচ্ছে, সেটা হল যারা সেদিন গুন্ডামিতে লিপ্ত হয়েছিলেন তাদের মধ্যে এখন পর্যন্ত কেন পুলিশ কাউকেই গ্রেফতার করে নি?

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য