স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ অক্টোবর : আগরতলা শহরের একান্নটি ওয়ার্ডের মধ্যে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে বদ্ধপরিকর আগরতলা পুর নিগম। এর জন্য জল জীবন মিশন প্রকল্প চালু করেছে সরকার। কিন্তু বহু বাড়িতে দেড় থেকে দু বছর আগে জলের পাইপ পৌঁছে গেলেও এখনো জল পৌঁছায়নি।
আর এরই মধ্যে মঙ্গলবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে ডেপুটি মেয়র মনিকা দাস দত্তের পৌরহিত্যে পানীয় জলের সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা হয়। আলোচনায় গুরুত্ব পায়, বিশুদ্ধ পানীয় জল মানুষের বাড়িতে পৌঁছাতে কতটা সফলতা অর্জন করেছে সরকার।
পরবর্তী সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডেপুটি মেয়র জানান আগরতলা শহরের সমস্ত ওয়ার্ডে পানীয় জলের সমস্যা কীভাবে সমাধান করা যায় তার জন্য ডি ডব্লিউ এস -এর ইঞ্জিনিয়ারের উপস্থিতিতে এক বৈঠক হয়েছে। বৈঠকে আলোচনা হয়েছে সরকারি স্কিম কিভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। বিগত দিনের মতো আগামী দিনও বিশুদ্ধ পানীয় জল মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে আগরতলা পৌর নিগম। এমনটাই জানিয়েছেন তিনি। এ দিনের বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ আধিকারিকরা।