স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ অক্টোবর : রাজ্যের শিক্ষা ব্যবস্থা দিন দিন ভেঙে পড়ছে। সরকারের একাধিক ভুল সিদ্ধান্তের কারণে বিনামূল্যে শিক্ষার অধিকার হারাবে ছাত্রছাত্রীরা। এমনটাই অভিযোগ তুলে মঙ্গলবার অল ইন্ডিয়া স্টুডেন্ট প্রগ্রেসিভ ফোরামের পক্ষ থেকে তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষা দপ্তরের যুগ্ম শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশন প্রদান করার পাশাপাশি শিক্ষা দপ্তর ঘেরাও করে এদিন তারা বিক্ষোভ প্রদর্শনও করে। সংগঠনের পক্ষ থেকে শুভম আচার্যী জানান, রাজ্যে ৫১১ টি স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। একই সাথে স্কুলগুলিতে ভয়াবহ শিক্ষক সংকট তৈরি হয়ে আছে।
পাশাপাশি বিদ্যারজ্যোতি স্কুলের উন্নয়নের জন্য হাজার হাজার টাকা ডেভেলপ ফ্রি নেওয়ার চেষ্টা করছে সরকার। এরই প্রতিবাদে ডেপুটেশন প্রদান করা হয়েছে। তারা জানান, ডেকোরেশন প্রদানকালে যুগ্ম অধিকর্তা জানিয়েছেন আপাতত শিক্ষক নিয়োগের কোন সিদ্ধান্ত নেই দপ্তর এবং সরকারের। একই সাথে জানিয়েছেন স্কুল বন্ধের সিদ্ধান্ত নেই সরকার এবং দপ্তরের। তবে দপ্তরের যুগ্ম অধিকর্তার কথায় ষ্পষ্ট হয়েছে, যেহেতু শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেই, তাই আগামী দিন কর্মসংস্থান আরো বেশি তল্লানিতে গিয়ে পৌঁছাবে। পাশাপাশি বিদ্যার জ্যোতি স্কুলগুলিতে ফ্রি বাড়বে। তবে এই পরিস্থিতি চলতে থাকলে আগামী দিন সংগঠনের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন তিনি।