Saturday, March 22, 2025
বাড়িরাজ্যপুজোর দিনগুলিতে হোটেল পোলো টাওয়ারে মিলবে মহাভোজ, সঙ্গে থাকবে ঢাকিদের ঐতিহ্যবাহী স্বাগতম...

পুজোর দিনগুলিতে হোটেল পোলো টাওয়ারে মিলবে মহাভোজ, সঙ্গে থাকবে ঢাকিদের ঐতিহ্যবাহী স্বাগতম এবং বাউল সংগীত

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ সেপ্টেম্বর : প্রতিবছরের মতো এবছরও আসন্ন দুর্গাপূজার দিনগুলিতে ত্রিপুরার ফাইভ স্টার হোটেল পোলো টাওয়ারে মহাভোজ থিম যুক্ত বুফে খাওয়ানো হবে। ৯ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত এই বিশেষ খাবারের ব্যবস্থা থাকবে হোটেল পোলো টাওয়ারে। এবং এই খাবারগুলি ঘরোয়া খাবার হবে। এর মধ্যে বিশেষ করে থাকবে কাজু কাতলা মাছের মসলা, গন্ধোরাজ ফিশ কারী, লাউ চিংড়ি, মাখানা পনির, গোবিন্দভোগ চালের মটন বিরিয়ানি, আমরর চাটনি, রাজভোগ ইত্যাদি। উল্লেখিত দিনগুলিতে দুপুর বারোটা থেকে মাঝ রাত পর্যন্ত এই খাবারগুলি হোটেল পোলো টাওয়ারে খাওয়া যাবে।

দম্পতি, বন্ধুবান্ধব এবং পরিবারের সকলকে নিয়ে পূজার দিনগুলোতে এই খাবার খেতে যাওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে হোটেল পোলো টাওয়ারের পক্ষ থেকে। বৃহস্পতিবার দুপুরে হোটেল পোলো টাওয়ারে সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন এক্সিকিউটিভ সেফ পরাসর দাস। সঙ্গে উপস্থিত ছিলেন অপারেশন ম্যানেজার হরজুত সিং। তারা আরো জানিয়েছেন, হোটেল পোলো টাওয়ার সবসময়ই বিলাসিতা এবং স্বাদের খাবার মানুষের কাছে পরিবেশন করার চেষ্টা করে। তারপরও প্রতিবছর দুর্গাপূজার দিনগুলিতে মানুষের কাছে আরও বেশি আকর্ষণীয় খাবার তুলে ধরতে এই ধরনের বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়। পাশাপাশি থাকবে ঢাকিদের ঐতিহ্যবাহী স্বাগতম। এছাড়াও রয়েছে বাউল সংগীত। সব মিলিয়ে হোটেল পোলো টাওয়ার এ বছরও দুর্গাপূজার দিনগুলি মানুষের কাছে বিশেষ আকর্ষণীয় করে তুলতে উদ্যোগ নিয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য