স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ সেপ্টেম্বর : নাশকতার আগুনে পুড়ে ছাই এক ক্ষুদ্র সবজি ব্যবসায়ীর দোকান। ঘটনা বুধবার গভীর রাতে বিশালগড় থানার অন্তর্গত পরিমল চৌমুহনী এলাকায় ৮ নং জাতীয় সড়কের পাশে। দীর্ঘ বহু বছর ধরে চড়িলাম পরিমল চৌমুহনী এলাকায় ৮ নং জাতীয় সড়কের পাশে বসে সবজি বিক্রি করে আসছেন চড়িলাম গৌতম কলোনি এলাকার বাসিন্দা লক্ষ্মী রানী দাস ও তার ছেলে। মা ছেলে জাতীয় সড়কের পাশে বসে সবজি বিক্রি করে সংসার চালান।
অন্যান্য দিনের মতো বুধবার দিন রাত্রিবেলা সবজি বিক্রির পর দোকান বন্ধ করে বাড়িতে চলে যান মা ছেলে। গভীর রাতে জানতে পারেন তাদের দোকানে দাউ দাউ করে আগুন জ্বলছে। খবর দেওয়া হয় বিশ্রামগঞ্জ দমকল বাহিনীর কর্মীদের। খবর পেয়ে বিশ্রামগঞ্জ দমকল বাহিনীর কর্মী ও দোকানের মালিক ঘটনাস্থলে ছুটে যান। দমকল বাহিনীর কর্মী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দোকান ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। দোকান মালিক লক্ষ্মী রানী দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘটনার বিষয়ে বলতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি জানান পূর্ব শত্রুতার জেরে তার দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকার সবজি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।