স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ সেপ্টেম্বর : দিনরাত রিকশা চালিয়ে মাথার ঘাম পায়ে ফেলে পরিবারের জন্য দুমুঠো অন্ন জোগাড় করেন উদয়পুর খিলপাড়ার বাসিন্দা তপন ভদ্র। প্রত্যেকদিনের মতো বৃহস্পতিবার সকালে পেটের দায়ে নিজের রিকশা নিয়ে বেরিয়ে পড়েন তপন ভদ্র নামে এই রিকশা চালক। সকাল থেকে উদয়পুর জগন্নাথ দিঘির পশ্চিম পাড়, গকুলপুর কৃষি দপ্তর অফিস, মোটর স্ট্যান্ড, আদালত চত্বর সহ বিভিন্ন জায়গা যাত্রী নিয়ে গেছেন।
আচমকা তিনি দেখতে পান তার রিকশার সিটের নিচে একটি মোবাইল বেজে উঠছে। সঙ্গে সঙ্গে তিনি বুঝে উঠতে পারছিল না কি করবেন। মোবাইলটি হাতে নিয়ে তিনি রাধা কিশোর পুর থানায় চলে যায়। তারপর পুলিশের হাতে মোবাইল ফোনটি তুলে দেন। রিকশা চালক তপন ভদ্রের সততা অবাক করেছে পুলিশ প্রশাসন সহ সকলকে। সততা ও নিষ্ঠার চেয়ে একজন মানুষের বড় কোন পরিচয় হতে পারে না।
আর এটাই প্রমাণ করলেন নিষ্ঠাবান তপন ভদ্র। তিনি জানিয়েছেন, মোবাইলটি তার রিকশা থেকে উদ্ধার হওয়ার পর ট্রাফিক পুলিশের সহযোগিতা নিয়ে থানায় এসে পুলিশের হাতে তুলে দিয়েছে। এই মোবাইল ফোনের মালিক কে সেটা তিনি সনাক্ত করতে পারেননি। পুলিশ তাকে জানিয়েছে মোবাইল ফোনের মালিক কে খুঁজে বের করে তুলে দেওয়া হবে।