স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ সেপ্টেম্বর : নিরাপত্তাহীন স্মার্ট সিটি। একের পর এক চুরির ঘটনা, খুনের ঘটনা, সংঘবদ্ধ আক্রমণের ঘটনা সহ বিভিন্ন অপরাধমূলক ঘটনা সংঘটিত হয়ে চলেছে স্মার্ট সিটির পূর্ব আগরতলা থানা, পশ্চিম আগরতলা থানা, এডি নগর থানা এলাকায়। অধিকাংশ ঘটনায় তদন্তে নেমে রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত পুলিশ সাফল্য পেতে ব্যর্থ হচ্ছে। যদি কোনক্রমে দু-একটি ঘটনার সাফল্য পুলিশের হাতে আসে তাহলে সাংবাদিক ডেকে ফটো সেশন করে দায়িত্ব খালাস সদর মহকুমা পুলিশের।
কিন্তু গোটা গ্যাং কিভাবে জালে তোলা যায় সেদিকে গুরুত্ব দিচ্ছে না থানা বাবুরা। যার কারণে আগরতলা শহরে অপরাধমূলক ঘটনা মাথা ছাড়া দিয়ে উঠেছে। সাধারণ মানুষ নিরাপত্তা নিয়ে চিন্তায় পড়েছে। এরই মধ্যে আবারো আগরতলা শহরের প্রাণ কেন্দ্রে একই রাতে পাশাপাশি তিনটি দোকানে থাবা বসালো চোরের দল। ঘটনা বুধবার রাতে রাজধানীর পূর্ব থানা এলাকায়। জানা যায় রাতের বেলায় চোরেরা তিনটি দোকানের দরজার তালা ভেঙ্গে দোকানে প্রবেশ করে চোরেরা। চোরেরা দোকানে থাকা ক্যাশ বাক্স থেকে নগদ অর্থ সহ দোকানে থাকা বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায়। এক দোকানের মালিক জানান ওনার দোকানের ক্যাশ বাক্স থেকে চোরেরা আনুমানিক ৭৬ হাজার টাকা নিয়ে গেছে।
অপর এক দোকানের মালিক জানান ওনার দোকানের ক্যাশ বাক্সে কোন টাকা ছিল না। ফলে চোরেরা কোন থাকা পায় নি। তবে কাপড় নিয়ে গেছে কিনা বুঝা যাচ্ছে না। বৃহস্পতিবার দোকানের মালিকরা দোকান খুলতে এসে চুরির ঘটনা প্রত্যক্ষ করেন। তারপর খবর দেওয়া হয় পূর্ব থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি তিনটি দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে সেন্ট্রাল রোডের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত পুলিশ যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে তাহলে এ ধরনের অপরাধমূলক ঘটনা দিন দিন বাড়বে। মানুষ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করবে।