স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ সেপ্টেম্বর : বুধবার প্রদেশ বিজেপি কার্যালয়ে পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন পালন করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি-র রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্যরা। উপস্থিত সকলে এইদিন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পরে এক সাক্ষাৎকারে প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য জানান বিজেপি একাত্ম মানব বাদের মতাদর্শ নিয়ে কাজ করে। এই একাত্ম মানব বাদের রচয়িতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন বুধবার। এইদিনটিকে সমর্পণ দিবস হিসাবে পালন করা হয়। প্রদেশ বিজেপি সভাপতি আরও জানান রাজ্যে বিজেপির সদস্যতা অভিযান চলছে। এখনো পর্যন্ত সমগ্র রাজ্যে অন লাইনে সাড়ে চার লক্ষ্য মেম্বারশিপ হয়েছে। অফ লাইনেও মেম্বার শিপ গ্রহণ চলছে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যে এইদিন রাজ্য জুড়ে মেগা মেম্বারশিপ অভিযানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।