স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ সেপ্টেম্বর : বিলোনিয়া এক নং টিলা চন্দন মজুমদারের বাড়িতে রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু শ্রমিকের। আহত তিনজন। ঘটনা বুধবার দুপুর দেড়টা নাগাদ বিলোনিয়া পুর এলাকার এক নং টিলা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, ঘরের পিলারের রড বাঁধার কাজ করার সময় বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় সুব্রত কর্মকার নামে এক শ্রমিকের। আহত হয় আরো তিনজন।
এলাকাবাসী দেখতে পেয়ে তড়িঘড়ি করে খবর দেয় বিলোনিয়ার দমকল কর্মীদের। দমকল কর্মীরা এসে তাদের নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে। বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক সুব্রত কর্মকারকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় নেমে আসে শোকের ছায়া। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে মৃতের পরিবারের লোকজন। সুব্রত কর্মকারের মর্মান্তিক মৃত্যুর ঘটনা জানতে পেরে বাকরুদ্ধ হয়ে পড়ে সকলে।