Sunday, May 25, 2025
বাড়িরাজ্যচিকিৎসকদের পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা প্রদানে ফার্মাসিস্টদের ভূমিকা অনেক : মুখ্যমন্ত্রী

চিকিৎসকদের পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা প্রদানে ফার্মাসিস্টদের ভূমিকা অনেক : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ সেপ্টেম্বর : আগরতলা স্থিত রিপস্যাট প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে “বিশ্ব ফার্মাসিস্ট দিবস-২০২৪” উদযাপন করা হয়। পাশাপাশি আগরতলাস্থিত রিপস্যাট প্রাঙ্গনে রিপস্যাটের নবনির্মিত গার্লস হোস্টেলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এইদিন প্রদিপ প্রজ্জলন করে প্রথমে অনুষ্ঠানের সুচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পরে মুখ্যমন্ত্রী ফিতা কেটে এবং ফলক উন্মোচন করে রিপস্যাটের নবনির্মিত গার্লস হোস্টেলের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন রিপস্যাট ত্রিপুরার গর্ব।

 রিপস্যাটে উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের ছেলে মেয়েরা পড়ালেখা করতে আসে। সময়ে সময়ে তিনি নিজে রিপস্যাটের বিষয়ে খোঁজ খবর নেন। দেশের প্রধানমন্ত্রী সর্বদা বলে থাকেন উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন না হলে ভারতের উন্নয়ন হবে না। আগে উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে বড় সমস্যা ছিল উগ্রবাদী। বর্তমানে উগ্রবাদী সমস্যা অনেকটা হ্রাস পেয়েছে। মঙ্গলবার বহু উগ্রবাদী হিংসার রাস্তা ত্যাগ করে জীবনের মূল স্রোতে ফিরে এসেছে।

 তা সম্ভব হয়েছে দেশের প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বের কারনে। উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য গুলিকে প্রধানমন্ত্রী অষ্টলক্ষ্মী নামে সম্বোধন করে থাকেন। প্রধানমন্ত্রীর মার্গ দর্শনে উত্তর পূর্বাঞ্চল সহ ত্রিপুরা রাজ্যের উন্নয়নে বর্তমান রাজ্য সরকার কাজ করছে বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও বলেন রিপস্যাটে অনেক গুলি কোর্স চালু রয়েছে। উত্তর-পূর্বাঞ্চল সহ বিভিন্ন রাজ্য থেকে ছেলে মেয়েরা বর্তমানে রিপস্যাটে ভর্তি হচ্ছে। রিপস্যাটে ফ্যাকাল্টির কিছুটা সঙ্কট রয়েছে। এই বিষয়ে স্বাস্থ্য সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরন গিত্তে। জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানে রিপস্যাটের পড়ুয়াদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!