স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ সেপ্টেম্বর : আগরতলা শহরের স্মার্ট সিটির সিসি ক্যামেরার নিচে থেকে গত ১৫ দিন ধরে ডাব চুরি হচ্ছে। কিন্তু প্রশাসন ঘুমিয়ে আছে। মঙ্গলবার রাতের বেলা সিসি ক্যামেরা নিচে যাবে দোকান থেকে প্রায় চার শতাধি ডাব চুরি করে নিয়ে যাচ্ছে চোরের দল বলে অভিযোগ। বুধবার সকালে দোকান খুলতে এসে অমল মোদক লক্ষ করেন তার দোকান থেকে ৪ শতাধিক ডাব চুরি করে নিয়ে গেছে চোরেরা।
সাথে সাথে খবর দেওয়া হয় পশ্চিম আগরতলা থানার পুলিশকে। পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে। ডাব বিক্রেতাদের অভিযোগ গত ১৫ দিন ধরে এভাবে চুরির ঘটনা ঘটছে দোকানে। সাথে থাকা বাকি দোকানগুলিতে এভাবে চুরির ঘটনা সংগঠিত হচ্ছে। গোপাল সরকার নামে এক ডাব বিক্রেতা জানান গত কয়েকদিন ধরে এই চোরের ঘটনা তাদের দোকানে হচ্ছে। লক্ষ্য করেছেন গাড়ি নিয়ে এক ব্যক্তি এসে ডাব চুরি করছে। পরবর্তী সময় সেই ব্যক্তি পালিয়ে যায়। অবিলম্বে চোরের দলকে গালে তোলার জন্য দাবি করল এলাকার ডাব বিক্রেতারা।