স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ সেপ্টেম্বর : বিভিন্ন সমস্যায় জর্জরিত রাজ্যের আশা কর্মীরা। বহুবার সরকারের দৃষ্টি আকর্ষণ করলেও তাদের সমস্যা নিয়ে উদাসীন সরকার পক্ষ। অবশেষে আবারো ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এনএইচএম-এর এমডি-র নিকট ডেপুটেশান প্রদান করল ত্রিপুরা আশা ফেসিলিটেটরস ও আশাকর্মী এসোসিয়েশন।
এইদিন ত্রিপুরা আশা ফেসিলিটেটরস ও আশাকর্মী এসোসিয়েশনের পক্ষ থেকে রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে থেকে এক মিছিল সংগঠিত করা হয়। মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে এন এইচ এম মিশন ডাইরেক্টর-এর অফিসের সামনে যায়। সেখান থেকে এক প্রতিনিধি দল এন এইচ এম -এর মিশন ডাইরেক্টর-এর অফিসে গিয়ে মিশন ডাইরেক্টর-এর হাতে ১০ দফা দাবি সম্বলিত স্মারক লিপি তুলে দেয়। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন শ্রমিক নেতা বিপ্লব কর। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান রাজ্যের আশা ফেসিলিটেটরস ও আশাকর্মীরা দীর্ঘ দিন ধরে কিছু সমস্যার সন্মুখীণ হচ্ছে। সেই সকল সমস্যার সমাধানের লক্ষ্যে এইদিন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এন এইচ এম -এর মিশন ডাইরেক্টরের নিকট ডেপুটেশান প্রদান করা হয়েছে।