Friday, January 3, 2025
বাড়িরাজ্যদুই গাঁজা পাচারকারীকে জালে তুললো পুলিশ

দুই গাঁজা পাচারকারীকে জালে তুললো পুলিশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ সেপ্টেম্বর : গোপন খবরের ভিত্তিতে পূর্ব আগরতলা থানার পুলিশ এবং কলেজটিলা ফাঁড়ির পুলিশ দুই গাঁজা পাচারকারীকে জালে তুলতে সক্ষম হয়। তাদের কাছ থেকে আটক করা হয়েছে ৩৫ কেজি শুকনো গাঁজা। ধৃত দুই গাঁজা ব্যবসায়ীর নাম রাসেল মিয়া, বাড়ি সোনামুড়ায় এবং অপর জনের নাম কৃষ্ণ দে, বাড়ি মলয়নগর এলাকায়।

 পূর্ব আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জী জানান, পুলিশের কাছে অগ্রিম খবর ছিল যোগেন্দ্রনগর রেলস্টেশন থেকে গাঁজার ব্যাগ নিয়ে রাজ্যের বাইরে রওনা হতে পারে কয়েকজন যুবক। তারা যোগেন্দ্র নগর এলাকার আশেপাশেই ঘোরাফেরা করছে। সে অনুযায়ী পুলিশ যোগেন্দ্র নগর রেল স্টেশনে গিয়ে উৎপাতে বসে থাকে। ট্রেন আসার সঙ্গে সঙ্গে তারা এসে রেল দিয়ে রওনা হওয়ার সময় পুলিশ আটক করে দুজনকে। তাদের কাছ থেকে আটক হওয়া গাঁজার মূল্য প্রায় আড়াই লক্ষাধিক টাকা। তাদের পুলিশ রিমান্ড পেয়ে আদালতে তোলা হয়েছে। পরবর্তী সময়ে জিজ্ঞাসা বাদে তাদের সাথে আরো যারা জড়িত রয়েছে সে বিষয়টা উঠে আসবে বলে অভিমত ব্যক্ত করেন থানার ওসি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য