স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ সেপ্টেম্বর : ২০১৮ সালে রাজ্যে ক্ষমতার পরিবর্তন হওয়ার পর গোটা রাজ্যের বিভিন্ন সরকারি জমিতে গড়ে উঠা বিরোধী রাজনৈতিক দলের পার্টি অফিস গুলি বুলডোজার লাগিয়ে ভেঙে দেওয়া হয়। তখন নতুনবাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত কংগ্রেস ভবনটি ভেঙে দেওয়া হলেও প্রশাসন তখন সিপিএম পার্টি কার্যালয়টি ভাঙতে পারেনি। তবে সিপিএম পার্টি কার্যালয়েটি ভেঙ্গে ফেলা হবে এই আশঙ্কায় তখন পার্টি অফিসের ভেতরে থাকা বিভিন্ন আসবাবপত্র সহ সামগ্রীগুলি রাতারাতি অন্যত্র সরিয়ে নিতে সক্ষম হয় সিপিআইএমের নতুন বাজার এলাকার নেতৃত্ব।
যে কারণে দীর্ঘ সাড়ে ছয় বছর যাবত সিপিআইএম নতুন বাজার কার্যালয়টি একটি পরিত্যক্ত দালান বাড়ি ছাড়া আর কিছুই ছিল না। তারপরেও নতুন বাজারে সিপিএমের পরিত্যক্ত এই কার্যালয়টি যেন শাসকদলের নেতাদের কাছে অন্যতম মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। যে কারণে দীর্ঘ কয়েক বছর যাবত শাসকদলের মন্ডল নেতার পক্ষ থেকে মহকুমা প্রশাসনের উপর চাপ সৃষ্টি করা হয় সিপিএম কার্যালয়টি ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার জন্য। অবশেষে মহকুমা প্রশাসনের ডিসিএম পল্লবী রায়ের উপস্থিতিতে বিশাল পুলিশ বাহিনী নিয়ে সোমবার দুপুরে সিপিএম নতুন বাজার পার্টি অফিসটি সরকারি সম্পত্তি হিসেবে দখল করে নেয়।