স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ সেপ্টেম্বর : ২৪ সেপ্টেম্বর তথা মঙ্গলবার ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার প্রথম মহিলা শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৩ তম স্মরণ দিবস। এ আই ডি এস ও, এ আই ডি ওয়াই ও, এ আই এম এস এস-এর যৌথ উদ্যোগে রাজ্যব্যপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এদিনটি পালন করা হয়।
এদিন আগরতলার পোস্ট অফিস চৌমুহনীতে শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান এ আই এম এস এস-এর রাজ্য সভানেত্রী শিবানী দাস, এ আই ডি ওয়াই ও-এর রাজ্য সভাপতি ভবতোষ দে, এ আই ডি এস ও-এর রাজ্য সভাপতি মৃদুল কান্তি সরকার সহ উপস্থিত অন্যান্য সদস্যগণ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ আই এম এস এস-এর রাজ্য সভানেত্রী শিবানী দাস বলেন, শিক্ষা-সংস্কৃতি-মনুষ্যত্ব রক্ষার যে স্বপ্ন শহীদ প্রীতিলতা ওয়াদেদ্দার সহ বিপ্লবীরা দেখেছিলেন তা আজও পূরণ হয়নি। তিনি ছাত্র-যুবকদের সেই স্বপ্ন পূরণের আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান রাখেন।