Sunday, January 26, 2025
বাড়িরাজ্যরাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে গুরুতর অভিযোভ তুলে পুলিশের সদর কার্যালয় ঘেরাও করল কংগ্রেস

রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে গুরুতর অভিযোভ তুলে পুলিশের সদর কার্যালয় ঘেরাও করল কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ সেপ্টেম্বর : রাজ্যজুড়ে খুন, সন্ত্রাস, ধর্ষণ, বিরোধী দলের নেতা-কর্মীদের উপর আক্রমণ, চুরি-ডাকাতি, মানব পাচার সহ নানা অপরাধে পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার অভিযোগ উত্থাপন করে পূর্বেই রাজ্য পুলিশের মহানির্দেশকের কার্যালয় ঘেরাও করার ডাক দেয় প্রদেশ কংগ্রেস। পূর্ব ঘোষণা মোতাবেক সোমবার রাজ্য পুলিশের মহানির্দেশকের কার্যালয় ঘেরাও করে প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা। এইদিন আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে প্রদেশ কংগ্রেসের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে ধীরে ধীরে এগিয়ে যায় রাজ্য পুলিশের মহানির্দেশকের কার্যালয়ের উদ্দেশ্যে।

আগে থেকেই রাজ্য পুলিশের মহানির্দেশকের কার্যালয় নিরাপত্তার চাদরে মোরে ফেলা হয়। কংগ্রেসের নেতা কর্মীদের মিছিল রাজ্য পুলিশের মহানির্দেশকের কার্যালয়ের সামনে পৌঁছানোর পর মিছিলকে আটকে দেওয়া হয়। সেখানে বিক্ষোভ প্রদর্শন করে কংগ্রেসের কর্মী সমর্থকরা। এইদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলনে প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক সহ অন্যান্যরা। বিধায়ক সুদীপ রায় বর্মন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, রাজ্য নারী গঠিত অপরাধ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আইনশৃঙ্খলা ভেঙ্গে পড়েছে। প্রতিদিন ধর্ষণ, খুন সহ বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ সংগঠিত হয়ে চলেছে। অথচ পুলিশ নীরব। তাই এই বিষয়টি রাজ্য পুলিশের মহা নির্দেশকের দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকের এই কর্মসূচি। অপরদিকে কংগ্রেসের পর্যবেক্ষক বলেন, ধর্ষণ, গণধর্ষণ, খুন সন্ত্রাসের মতো ঘটনা ত্রিপুরা রাজ্যে প্রতিদিন বেড়ে চলেছে। এতে করে রাজ্যের অর্থনীতির উপর প্রভাব পড়ছে। রাজ্যের উন্নয়নের উপর প্রভাব পড়ছে। তাই এইদিন রাজ্য পুলিশের মহা নির্দেশকের কার্যালয় ঘেরাও করা হয়েছে। এইদিন রাজধানীর ফায়ার ব্রিগেড চৌমুহনী এলাকায় প্রদেশ কংগ্রেসের বিক্ষোভ মিছিলকে আরক্ষা প্রশাসন থেকে আটকে দেওয়ার চেষ্টা করা হয়।

কিন্তু পুলিশ ব্যর্থ হয়। কংগ্রেস কর্মী সমর্থকরা পুলিশের ব্যারিকেড ভেঙ্গে রাজ্য পুলিশের মহানির্দেশকের কার্যালয়ের সামনে পৌঁছে যান। পরে রাজ্য পুলিশের মহান নির্দেশকের ডেপুটেশন দিতে যায় প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা, কংগ্রেস বিধায়ক সুদিপ রায় বর্মণ, গোপাল চন্দ্র রায়, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস, যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা। ডেপুটেশন প্রদান করে রাজ্য পুলিশের মহা নির্দেশককে কংগ্রেস প্রতিনিধিরা জানান, আপনি গত পঞ্চায়েত নির্বাচনে আশ্বস্ত করেছিলেন শান্তিপূর্ণ নির্বাচন সংগঠিত করতে নিরাপত্তা ব্যবস্থা করবেন। কিন্তু দেখা গেছে কোন নিরাপত্তার ব্যবস্থা হয়নি। কংগ্রেসের পক্ষ থেকে মনোনয়ন পত্র দাখিল করতে পারেনি। পাশাপাশি এমনও দেখা গেছে মনোনয়নপত্র দাখিল করার পর শাসক দলের দুর্বৃত্তরা বাড়ি বাড়ি গিয়ে কংগ্রেস দলের প্রার্থীদের হুমকি এবং মারধরের মতো ঘটনা সংগঠিত করেছে। এখন রাজ্যে আইনশৃঙ্খলাও চরম অবনতি ঘটছে। গত দু মাসে লক্ষ্য করা গেছে অস্বাভাবিক মৃত্যু এবং খুনের ঘটনা বেড়ে চলেছে রাজ্যে। প্রতি মাসে আটটি করে খুনের ঘটনা হচ্ছে। পুলিশ শাসক দলের দুর্বৃত্তদের বাঁচাতে নিরাপত্তা দিচ্ছে। কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য পুলিশের উদ্দেশ্যে জানাতে চায় যদি অবিলম্বে পুলিশ নিজের দায়িত্ব সঠিকভাবে পালন না করে তাহলে গোটা রাজ্যে থানা ঘেরাও শুরু হবে। ডেপুটেশন প্রদান করে এমনটাই জানানো হয়েছে বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য