স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ সেপ্টেম্বর : সোমবার ভারতীয় জনতা পার্টির এস.সি মোর্চার উদ্যোগে মহারাজগঞ্জ বাজার মৎস্য ব্যবসায়ীদের মধ্যে সদস্যতা অভিযান হয়। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সংসদ রাজীব ভট্টাচার্য সহ-সংগঠনের অন্যান্য নেতৃত্ব। পরে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বক্তব্য রেখে বলেন, ২০১৮ সালের আগে দীর্ঘ ২৫ বছর ত্রিপুরা রাজ্যের মানুষকে চাঁদা দিতে হতো।
২০১৮ সালে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হয়ে রাজ্যবাসীকে আগের সরকারের চাঁদাবাজি থেকে মুক্তি দিয়েছে। মানুষ মাথা উঁচু করে বাঁচার অধিকার পেয়েছে। তিনি আরো বলেন, ২০১৮ সালে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠার পর রাজ্যে আমূল পরিবর্তন হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ত্রিপুরাকে উন্নতের শিখরে নিয়ে পৌঁছানোর চেষ্টা করছে। রেল পরিষেবা থেকে শুরু করে উড়ান পরিষেবায় ব্যাপক উন্নয়ন হয়েছে। তাই ভারতীয় জনতা পার্টির সদস্যতা গ্রহণ করার জন্য আহ্বান জানান প্রদেশ সভাপতি।