স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ সেপ্টেম্বর : নেশা সেবন, চুরি, ছিনতাই করে মাকে অতিষ্ঠ করে তুলল তার সন্তান। শেষ পর্যন্ত সে সন্তানকে ঘাড়ে ধরে থানায় এনে পুলিশের হাতে তুলে দিলেন এক জগদ্ধাত্রী মা। অভিযুক্ত পুত্রের নাম সুজন পাল। বাড়ি বিশালগড় দক্ষিণ বজ্রপুর এলাকায়। অভিযুক্ত সুজনের মা জানায়, রবিবার বাড়িতে ফিরে এসে ভাত খেয়ে ঘুমিয়ে পড়ে। সোমবার সকালে ঘরের স্বর্ণালংকার এবং পাঁচশো টাকা সে হাতিয়ে নিয়ে যায়।
বহু খোঁজাখুঁজি করে সে টাকার হদিস না পেয়ে ছেলেকে সন্দেহ হয় মহিলার এবং তার স্বামীর। তখন ছেলেকে জোর জিজ্ঞাসাবাদ করে জানতে পারে অফিসটিলা এলাকায় একটি ঘরের মধ্যে সে স্বর্ণালঙ্কারটি সে রেখে এসেছে। সেখানে গিয়ে স্বর্ণালংকার উদ্ধার করে ছেলেকে ঘাড়ে ধরে মা থানায় নিয়ে আসলো। এ ধরনের ঘটনা নজিরবিহীন হলেও থানায় দাঁড়িয়ে এই জগদ্ধাত্রী মা দাবি করেছে তার ছেলে চোর এবং নেশাখোর। তার স্বর্ণালংকার এবং টাকা সে চুরি করেছিল। তাই তাকে পুলিশের হাতে তুলে দিয়ে সঠিক দিশা দেখানোর চেষ্টা করেছেন। এ ধরনের ঘটনা সত্যিই আজব হলেও একজন মার সততা এবং নিষ্ঠার পরিচয় লক্ষ্য করা গেছে এদিন। ছেলে অপরাধী বলে তাকে থানায় এনে পুলিশের হাতে তুলে দেওয়া একজন মায়ের দায়িত্ব সেটা দেখিয়ে দিলেন এই জগদ্ধাত্রী।