স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ সেপ্টেম্বর : রাজ্যে বিমান পরিষেবার উন্নয়নের মুকুটে যুক্ত হল নতুন পালক। চালু হল আগরতলা-হায়াদ্রাবাদ সরাসরি বিমান পরিষেবা। সোমবার এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এমবিবি বিমান বন্দর থেকে আগরতলা-হায়াদ্রাবাদ বিমান পরিষেবা চালু হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু, মহারাজা বীর বিক্রম বিমানবন্দরের এয়ারপোর্টের ডাইরেক্টর রা কে মিনা সহ অন্যান্যরা।
এইদিন ফিতা কেটে এবং প্রদিপ প্রজ্জলন করে আগরতলা-হায়াদ্রাবাদ বিমান পরিষেবার অনুষ্ঠানিক সুচনা করেন রাজ্যপাল। এক সাক্ষাৎকারে রাজ্যপাল জানান উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে বৃহৎ বিমান বন্দর এমবিবি বিমান বন্দর। এমবিবি বিমান বন্দর থেকে নতুন নতুন বিমান পরিষেবা চালু হওয়া জরুরী। আগরতলা-হায়াদ্রাবাদ বিমান পরিষেবা চালু হওয়ার ফলে রাজ্যের মানুষ উপকৃত হবে।