স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ সেপ্টেম্বর : ছয় বর্ষ আয়ুস্মান ভারত পক্ষকাল উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে সোমবার শোভা যাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ডঃ বিশাল কুমার। তিনি বলেন, আয়ুষ্মান ভারত প্রকল্পের আজ ছয় বছর হয়েছে।
গত ছয় বছরে মানুষ এই প্রকল্প থেকে বড় সুবিধা পেয়েছে। একই সাথে গত ছয় মাস আগে রাজ্যে চালু হওয়া মুখ্যমন্ত্রী জন-আরোগ্য যোজনার মাধ্যমে মানুষের সফলতার মিলছে। আগামী দিন আরো মানুষকে কিভাবে এই পরিষেবার অন্তর্ভুক্ত করা যায় সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি। এদিন শোভাযাত্রাটি শহরের বিভিন্ন পরিক্রমা করে।