স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ সেপ্টেম্বর : সমস্ত শূন্যপদ অবিলম্বে পূরণ করা, সরকারি দপ্তরে আউটসোর্সিং কথা বন্ধ করা, যে সকল দপ্তরে নিয়োগ প্রক্রিয়া চলছে তা দ্রুত সম্পূর্ণ করা সহ তিন দফা দাবিতে রবিবার বিকেলে বাম ছাত্র ও যুব সংগঠন একটি বিক্ষোভ কর্মসূচি আয়োজন করে। এস এফ আই, টি এস ইউ, ডি ওয়াই এফ আই, টি ওয়াই এফ -এর যৌথ উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয় মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের সম্মুখে। ডি ওয়াই এফ আই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক বক্তব্য রেখে বলেন, রাজ্যের বিভিন্ন দপ্তরের শূন্য পদ পূরণ করা হচ্ছে না।
পাশাপাশি যেগুলিতে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার, সেগুলিও ঝুলিয়ে রাখা হয়েছে। ফলে বেকার সমস্যা ভয়াবহ আকার ধারণ করেছে। সরকার যদি ইতিমধ্যে দেখা সমস্যা নিরসনের জন্য সঠিক ব্যবস্থাপনা গ্রহণ না করে তাহলে আগামী দিনে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনে নামবে বাম ছাত্র যুব সংগঠন। তিনি আরো বলেন, আগামী ৩০ সেপ্টেম্বর রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে গণচিঠি প্রেরণ করার সিদ্ধান্ত নিয়েছে এস এফ আই, টি এস ইউ, ডি ওয়াই এফ আই, টি ওয়াই এফ।
তিনি যুবকদের উদ্দেশ্যে বলেন সকলের যাতে ঐক্যবদ্ধ হয়। এ সরকারের প্রতি মানবিক আবেদন করে কোন লাভ হবে না। কারণ বিজেপি সরকারের মানবিক মুখ নেই। তাই কর্মসংস্থানের জন্য লড়াই করতে হবে। লড়াই করা ছাড়া আর কোন পথ নেই রাজ্যের বেকার যুবক যুবতীদের কাছে। তাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে এগিয়ে আসতে হবে বলে জানান তিনি। এদিন আয়োজিত কর্মসূচিতে এছাড়াও উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক নবারুণ দেব, প্রাক্তন নেতা অমল চক্রবর্তী, এস এফ আই রাজ্য সম্পাদক সন্দীপন দেব, টি এস ইউ সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা সহ অন্যান্যরা।