স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ সেপ্টেম্বর : বহিঃরাজ্য থেকে এসে নাবালিকাকে শ্লীলতাহানির চেষ্টা করল চার যুবক। এলাকাবাসীদের প্রতিরোধের মুখে পড়ে শ্লীলতাহানি থেকে বাচলো নাবালিকা। চার জনের মধ্যে একজন পালাতে সক্ষম হলেও তিন যুবককে আটক করে এলাকাবাসী। এই শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ বিলোনিয়া মরা পুকুর পাড় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। ঘটনাস্থল থেকে তিন যুবককে উদ্ধার করে নিয়ে আসে বিলোনিয়া থানার পুলিশ। নাবালিকার পরিবারের পক্ষ থেকে ইদুল হক, বাবলু শেখের বিরুদ্ধে বিলোনিয়া মহিলা থানাতে মামলা দায়ের করা হয়।
প্রায় সময়ই ইদুল শেখ, বাবলু শেখ, রুস্তম শেখ ও মানির হোসেন এই চার যুবক এলাকার ছোট ছোট মেয়েদের দেখলে উত্ত্যক্ত থেকে শুরু করে শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ। সবই মুখ বুজে সহ্য করে যায় লোকলজ্জার ভয়ে। অবশেষে ধৈয্যের বাঁধ ভেঙে যায় এলাকাবাসীর। জানা যায়, পুকুরে স্নান করতে গিয়েছিল বারো বছরের এই নাবালিকা। তখন পুকুরের জলের মধ্যে হাত ধরে টানাটানি করে ইদুল শেখ। তার সাথে ছিল বাবলু শেখ। টানাটানি করতেই চিৎকার চেঁচামেচির পর ছুটে আসে এলাকার লোকজন। এরপর এলাকাবাসীরা ইদুল শেখ, বাবলু শেখ দুই যুবককে আটক করার পাশাপাশি ভাড়া বাড়িতে গিয়ে রুস্তম শেখ ও মানির হোসেনকে আটক করার জন্য যাওয়ার পর মানির হোসেন পালিয়ে যেতে সক্ষম হয়। অপর তিন যুবককে উত্তর মাধ্যম দিয়ে তুলে দেয় পুলিশের হাতে। অভিযুক্ত চারজন কলকাতা মুর্শিদাবাদ থেকে এসে বিলোনিয়া মরা পুকুর পাড়ে ভাড়া থাকে। পেশায় রাজমিস্ত্রী তারা। এলাকাবাসীরা জানায় দীর্ঘ দুই বছর ধরে চার যুবক এলাকায় ভাড়া থাকে। তাদের যন্ত্রনায় এলাকার মেয়েরা বাড়ি থেকে বের হতে পারে না। তাই তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে আজ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।