স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ সেপ্টেম্বর : গত ১৯ সেপ্টেম্বর থেকে আবারো অশান্তি বাংলাদেশের খাগড়াছড়ি এবং চট্টগ্রামে। সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। এরই মধ্যে আবার আগরতলা রেল স্টেশন থেকে ১১ জন বাংলাদেশী নাগরিক সহ আটক তিন জন ভারতীয় দালাল আটক। আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানান শনিবার বিকালে আগরতলা রেল স্টেশন থেকে ১৪ জনকে আটক করা হয়েছে। তার মধ্যে ১১ জন বাংলাদেশী নাগরিক।
তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে রাজ্যে এসেছে। তারা দুরপাল্লার ট্রেনে করে চেন্নাই ও আমেদাবাদ যেতে চেয়েছিল। তাদেরকে সহযোগিতা করার অভিযোগে আটক করা হয়েছে তিন জন ভারতীয় দালালকে। রবিবার পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধৃতদের আদালতে সোপর্দ করেছে জিআরপি থানার পুলিশ। বাংলাদেশী নাগরিকদের মধ্যে বেশিরভাগ খাগড়াছড়ি জেলা ও নারাইল জেলার। ধৃত বাংলাদেশী নাগরিকরা হল মোহম্মদ রুবেল, কামরুল হাসান, মোহম্মদ সায়িম, কাসেম, মোহম্মদ আয়ুব আলি, সোহাগ মিয়া, কামাল উদ্দিন, মনোয়ারা বেগম, স্বপ্না খাতুন, জলি বেগম ও পারভিন বেগম। ধৃত ভারতীয় দালালরা হল প্রসেনজিৎ সরকার, নিয়ামত হোসেন ও পিন্টু মিয়া।