স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ সেপ্টেম্বর : বন্ধুর পাঁচ বছরে কন্যাকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল অপর এক বন্ধুর বিরুদ্ধে। ঘটনা শনিবার রাতে খোয়াই থানার অন্তর্গত পশ্চিম গনকি এলাকায়। অভিযুক্তের নাম রঞ্জিত দেব। বয়স ৩৭ । বাড়ি সোনাতলা এলাকায়। ঘটনার বিবরণে জানা গিয়েছে, শনিবার রঞ্জিত দেব তার পশ্চিমগণকি এলাকার জনৈক্য বন্ধুর বাড়িতে যায়।
তার বন্ধু ও তার বন্ধুর স্ত্রী রান্নার কাজে ব্যস্ত ছিল। বন্ধুর পাঁচ বছরের নাবালিকাকে বাথরুমে নিয়ে গিয়ে শ্লীলতহানির করে বলে অভিযোগ। নির্যাতিতার কন্যার মা ঘটনাটি প্রত্যক্ষ করতেই চিৎকার শুরু করে। সেই সময় অভিযুক্ত রঞ্জিত দেব বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। চিৎকার শুনে পরিবারের লোকজন এসে ঘটনা জানতে পেরে অভিযুক্ত রঞ্জিত দেবকে আটক করে রাখে। খবর দেয় খোয়াই থানায়। রবিবার সকালে নির্যাতিতার পরিবার এই ঘটনায় খোয়াই মহিলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। মহিলা থানার পুলিশ রাতেই রঞ্জিত দেবকে গ্রেফতার করে বলে জানান মহিলা থানার ওসি মিনা দেববর্মা।