স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ সেপ্টেম্বর : তপশলী সম্প্রদায়ের লোকদের নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে গনঅবস্থান সংগঠিত করল বিজেপির শাখা সংগঠন প্রদেশ তপশিলি মোর্চা। রবিবার রাজধানীর কৃষ্ণনগরস্থিত প্রদেশ বিজেপির কার্যালয়ের সামনে দেড় ঘণ্টা গনঅবস্থান সংগঠিত করা হয়। গন অবস্থানের উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা।
স্ংগঠনের নেতৃত্বরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে প্রতিটি প্রদেশের কার্যালয়ের সামনে গনঅবস্থান সংগঠিত করা হয়েছে। কারন রাহুল গান্ধী বিদেশে গিয়ে বলেছেন কংগ্রেস ক্ষমতায় ফিরলে সংরক্ষণ প্রথা তুলে দেওয়া হবে।