স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ সেপ্টেম্বর : আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পূর্ব আগরতলা থানাধীন বিভিন্ন ক্লাব এবং লাইন ডিপার্টমেন্টের কর্মীদের সাথে বৈঠক করেন পুলিশ প্রশাসন। রবিবার সকালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিভিন্ন ক্লাবের প্রতিনিধি সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। পূর্ব আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি জানান, আগরতলা শহরের সিংহভাগ বড় বাজেটের পূজা অনুষ্ঠিত হয় পূর্ব আগরতলা থানা এলাকায়।
আজকে বৈঠকে আলোচনা হয়েছে কিভাবে আসন্ন দুর্গাপূজার দিনগুলিতে ক্লাবগুলির নিরাপত্তা ব্যবস্থা ঠিক রাখা যায়। ট্রাফিক ব্যবস্থা সঠিকভাবে পরিচালনা করা যায়। এবং দুর্গাপূজাকে কেন্দ্র করে যে মন্ডপ গড়ে উঠছে সে মন্ডপ প্রশাসনিক নিয়ম নীতি মেনে গড়ে উঠছে কিনা সে বিষয়ে আলোচনা হয়। প্রশাসন নিরাপত্তা রক্ষা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং পুজো মণ্ডপ নিয়ে কোন ধরনের ঝুঁকি নিতে চাইছে না। মানুষ যাতে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজার দিনগুলি উপভোগ করতে পারে তার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।