স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ সেপ্টেম্বর : ত্রিপুরা রাজ্যে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্যোগে সবুজ ত্রিপুরার জন্য সাশ্রয়ী ও টেকসই জীবনধারা বিষয়ক রাজ্যভিত্তিক এক প্রদর্শনী অনুষ্ঠিত হয় শনিবার। আগরতলার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হয় এই প্রদর্শনী। উপস্থিত ছিলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা, শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা সহ অন্যান্যরা। প্রদিপ প্রজ্জলন করে প্রদর্শনীর সুচনা করেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। এইদিনের প্রদর্শনীতে রাজ্যের বিভিন্ন বিদ্যালয় থেকে ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। মন্ত্রী ছাত্র-ছাত্রীদের মডেল পরিদর্শন করে তাদের উৎসাহিত করেন। পরে এই মডেলের প্রশংসা করে মন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন, গ্রীন ত্রিপুরা বানাতে কখনো এ ধরনের মডেল আগে প্রদর্শনী করা হয়নি।
পরিবেশকে রক্ষা করতে ছাত্রছাত্রীরা এই মডেল তৈরি করেছে। যা অতুলনীয় এবং অকল্পনীয়। এই মডেল গুলি থেকে বাছাই করে রাজ্যের ইন্ডাস্ট্রি গুলিতে দেওয়া যাবে। পরিবেশ ভালোভাবে রক্ষা করতে এবং গ্রিন ত্রিপুরা তৈরি করার জন্য এই মডেল গুলি কাজে আসবে বলে জানান মন্ত্রী। তিনি আরো বলেন, এ ধরনের মডেল যদি তুলে ধরা যায় তাহলে বহির্রাজ্য থেকে ইন্ডাস্ট্রি এসে এই মডেল গুলি কিনে নিয়ে যাবে। আগামী দিন ত্রিপুরা দূষণমুক্ত রাখতে এই মডেল গুলি বড় গুরুত্বপূর্ণ কাজে আসবে বলে অভিমত ব্যক্ত করেন মন্ত্রী। প্রতিটি জেলা থেকে ৫ টি করে মডেল নিয়ে এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে ছাত্র-ছাত্রীরা।