স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ সেপ্টেম্বর : গোপন খবরের ভিত্তিতে পূর্ব আগরতলা থানার পুলিশ এবং কলেজ টিলা ফাঁড়ির পুলিশ শুক্রবার রাত পৌনে দশটা নাগাদ দুই কুখ্যাত নেশা কারবারীকে জালে তুলেছে। ধৃত দুজনের নাম সমর দাস, বয়স ৩৯, বাড়ি ইন্দরা নগর কমলাকান্ত পাড়া এলাকায় এবং অপর অভিযুক্ত সন্দ্বীপ কুমার সরকার, বয়স ৩২, বাড়ি লিচু বাগান ঘোষপাড়া এলাকায়। শুক্রবার রাতে তাদের আটক করা হয় কলেজ টিলা থেকে আড়ালিয়া যাওয়ার রাস্তায়।
তারা এলাকায় টি আর ০১ এইচ ৩১৫৩ নম্বরের একটি অটো নিয়ে ঘোরাফেরা করছিল। পুলিশ তাদের আটক করে অটোতে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার করে ১.১৪ গ্রাম ব্রাউন সুগার। যার বাজার মূল্য আনুমানিক ১০ লক্ষ দিক টাকা হবে বলে জানান সদর মহকুমা পুলিশ আধিকারিক। তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারা অনুযায়ী মামলা হাতে নিয়ে আদালতে তুলেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে বাকি ড্রাগস বিক্রেতাদের নাম জানতে পারবে বলে পুলিশ আশাবাদী। তারা দীর্ঘদিন ধরে আগরতলা শহরে ড্রাগস বিক্রি করে আসছিল। পুলিশের কাছে আরো কয়েকজনের নাম রয়েছে। তাদেরও দ্রুত জালে তোলা সম্ভব হবে বলে অভিমত মহকুমা পুলিশ আধিকারিকের। তিনি স্বীকার করেন, আগরতলা শহরের ড্রাগস বিক্রেতাদের একটি বড় চক্র কাজ করছে। তাদের দ্রুত জালে তোলার জন্য চেষ্টা চলছে। তবে কত দ্রুত পুলিশ তাদের জালে তুলতে পারে সেটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।