স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ সেপ্টেম্বর : শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলার পুর নিগমের ৩৭ নং ওয়ার্ডে ভট্টপুকুর কালীটিলা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন করা হয়। ফিতা কেটে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন করেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
উপস্থিত ছিলেন বিধায়িকা মিনারানি সরকার, ৩৭ নং ওয়ার্ডের কর্পোরেটর বাপী দাস সহ অন্যান্যরা। অঙ্গনওয়ারী কেন্দ্রের উদ্বোধনের পাসাপাসি এইদিন পোষণ মাস পালন করা হয়। অনুষ্ঠানে এইদিন শিশু ও গর্ভবতী মায়েদের হাতে পুষ্টিকর খাবার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন কালিটিলা অঙ্গনারী কেন্দ্রের উদ্বোধনের ফলে এলাকার শিশুরা উপকৃত হবে। পাশাপাশি তিনি পোষণ মাস পালনের উদ্দেশ্য সম্পর্কে তুলে ধরেন।