স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ সেপ্টেম্বর : পরিষ্কার করার কথা বলে সোনার চেইন নিয়ে চম্পট দিল প্রতারক। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন গামাইবাড়ি এলাকায়। বিবরণে জানা যায় শুক্রবার বিকেল নাগাদ গামাইবাড়ি এলাকার সন্ধ্যা দাসের বাড়িতে দুই যুবক প্রবেশ করে। প্রথমে তামা কাসা ইত্যাদি সামগ্রী পরিষ্কার করার কথা বলে বাড়ির সদস্যদের।
বাসন পরিষ্কার করার পর ধীরে ধীরে রুপার চেইন, এরপর সোনার চেইন পরিষ্কার করার ফান্দে ফেলে দেয়। এই পর্যন্ত বাড়ির সদস্যরা কোন কিছু না বলললেও সোনার চেইন যখন পেকেটে ঢুকিয়ে নিতে চায় প্রতারক ঠিক তখনই সন্দেহ হয় তাদের। এর পরই বাড়ির সদস্যদের কথার জালে ফেলে হঠাৎ বাড়ি থেকে বেড়িয়ে বাইকে চেপে পালিয়ে যায় প্রতারক দুই যুবক। সঙ্গে সঙ্গে বাড়ির মানুষের চিৎকারে পাড়া পরসি পেছন ধাওয়া করে প্রতারকের টিকির নাগাল পায়নি। শেষে তারা তেলিয়ামুড়া থানায় অভিযোগ দায়ের করে বলে জানান। এধরণের প্রতারনার খবর চাউর হতেই এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়।