Tuesday, October 8, 2024
বাড়িরাজ্যবিদ্যুৎ নিগমের অফিসে তালা ঝুলিয়ে দিল এলাকাবাসী

বিদ্যুৎ নিগমের অফিসে তালা ঝুলিয়ে দিল এলাকাবাসী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ সেপ্টেম্বর : বিদ্যুৎ যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে শান্তিরবাজার মহকুমার কলসি বিদ্যুৎ নিগমের অফিসে তালা ঝুলিয়ে দিল এলাকার জনগণ। এলাকাবাসীর অভিযোগ দীর্ঘ এক মাস ধরে এলাকায় বিদ্যুৎ সমস্যা চলছে। ১৫ দিন ধরে বিদ্যুৎ চপলতা মাত্রারিক্ত ভাবে বৃদ্ধি পেয়েছে। বিদ্যুৎ দপ্তরের অফিসে কর্মরত কর্মীদের সাথে যোগাযোগ করার পরও কাজের কাজ কিছুই হয় নি।

 তীব্র গরমের মধ্যে এলাকায় বিদ্যুৎ থাকে না। ফলে হাঁসফাঁস গরমের মধ্যে এলাকাবাসিদের থাকতে হয়। জোলাইবাড়ি বিদ্যুৎ নিগম অফিসের এসডিও-র সাথে বারে বারে যোগাযোগ করার চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছে। বারে বারে বিদ্যুৎ চপলতার কারনে বাড়ি ঘরের বৈদ্যুতিন সরঞ্জাম নষ্ট হয়ে যাচ্ছে। তাই বাধ্য হয়ে এলাকাবাসিরা এইদিন কলসি বিদ্যুৎ নিগম অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে। এলাকাবাসিদের দাবি এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য