স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ সেপ্টেম্বর : শুক্রবার আগরতলা পুর নিগমের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। রাজধানীর সিটি সেন্টারস্থিত পুর নিগমের কার্যালয়ের কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ আগরতলা পুর নিগমের সকল কর্পোরেটর ও আধিকারিকরা।
এদিন একাধিক বিষয় নিয়ে এই সভায় আলোচনা হয়। পুর নিগমের মেয়র দীপক মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান স্বচ্ছতাই সেবা এবং শারদ সম্মানের বিষয় নিয়ে এইদিন আলোচনা হয়েছে। অন্যান্য বছরের ন্যায় এইবারও শারদ সম্মান প্রদান করবে আগরতলা পুর নিগম। তার জন্য একটা কমিটি গঠন করা হবে বলে জানান তিনি। তিনি আরো বলেন স্বচ্ছতাই সেবা এই কর্মসূচি আগরতলা পুর নিগমের অন্তর্গত ৫১ টি ওয়ার্ডের মধ্যেই আয়োজন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন কে সামনে রেখে এই কর্মসূচি হাতে নিয়েছে পুরনিগম কর্তৃপক্ষ। সারা দেশের মতো বাজার হাট অফিস এবং বিদ্যালয় গুলিতে এই কর্মসূচি করা হবে বলে জানান তিনি। তিনি আরো বলেন এই কর্মসূচিতে সকলে যাতে এগিয়ে আসে।