Saturday, December 21, 2024
বাড়িরাজ্যত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের ডেপুটেশন

ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ সেপ্টেম্বর : বন্যায় ক্ষতিগ্রস্তদের কাজ, খাদ্য, ঘর পুনঃনির্মাণ, কৃষকের জমি, পুকুর এবং জলাশয় ক্ষতি হওয়ার ফলে ক্ষতিপূরনের দাবীতে পশ্চিম জেলার জেলাশাসকের নিকট ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন পশ্চিম জেলা কমিটি। ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন পশ্চিম জেলা কমিটি-র নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা এইদিন প্রথমে মিছিল করে পশ্চিম জেলার জেলা শাসকের কার্যালয়ের সামনে যান।

 সেখান থেকে এক প্রতিনিধি দল জেলা শাসকের কার্যালয়ে গিয়ে জেলা শাসকের নিকট ডেপুটেশান প্রদান করেন। প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক শ্যামল দে, প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা সহ অন্যান্যরা। সংগঠনের রাজ্য সম্পাদক শ্যামল দে আলোচনা করতে গিয়ে বলেন রাজ্যের মোট জনসংখ্যার অর্ধেক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য রাজ্য সরকারের বাস্তবমুখী কোন পরিকল্পনা ছিল না। বন্যার কারনে মানুষের বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য