স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ সেপ্টেম্বর : শুক্রবার শ্রম কমিশনারের নিকট ডেপুটেশন প্রদান করল নির্মাণ শ্রমিক ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটি। মূলত ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে এইদিন ডেপুটেশান প্রদান করা হয়। নির্মাণ শ্রমিক ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধি দল এইদিন শ্রম কমিশনারের কার্যালয়ে গিয়ে শ্রম কমিশনারের হাতে ৮ দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন।
প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের নেতা তপন দাস সহ অন্যান্যরা। সংগঠনের নেতা তপন দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে শ্রম কমিশনের নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে। তিনি ৮ দফা দাবি গুলি তুলে ধরেন। তিনি আরো বলেন বন্যার পর সরকারের কোন বাস্তবমুখী পরিকল্পনা লক্ষ্য করা যায়নি। এ সরকার এবং প্রশাসন রাজ্যের মানুষের পাশে দাঁড়ায়নি। অর্ধেকের উপর মানুষ এ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে মানুষের মধ্যে হাহাকার সৃষ্টি হয়ে আছে। কিন্তু কোনো হেলদোল নেই আধিকারিকদের।