স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ সেপ্টেম্বর : শুক্রবার রাজধানীর স্টুডেন্ট হোমে ডেভেলপমেন্ট কাউন্সিল ডিমান্ড কমিটির পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক বীরজিৎ সিনহা। তিনি বলেন ডেভেলপমেন্ট কাউন্সিল নিয়ে দীর্ঘদিন ধরে দাবি তোলা হচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় সরকার এই দাবিতে গুরুত্ব দিচ্ছে না। এই দাবি বাস্তবায়ন হলে রাজ্যের জনজাতিদের উন্নয়ন হবে।
সরকারি তত্ত্বাবধানে এই কমিউনিটি আরো বেশি শক্তিশালী হবে। আজকে বৈঠক থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছে আসন্ন দুর্গাপূজার পরে বিভিন্ন জায়গায় জনসংযোগ করা হবে। যাতে মানুষ এই দাবি আদায় করতে এগিয়ে আসে। পাশাপাশি বিধানসভা, লোকসভা ও পঞ্চায়েত নির্বাচনে অভূতপূর্ব সাফল্যের জন্য বিধায়ক বীরজিৎ সিনাকে সংবর্ধনা দেওয়া হয়।