Sunday, October 6, 2024
বাড়িরাজ্যদুই বাংলাদেশী নাগরিক আটক

দুই বাংলাদেশী নাগরিক আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ সেপ্টেম্বর : কৈলাসহরের ইরানী থানার অন্তর্ভুক্ত চাতলাং এলাকায় দুই বাংলাদেশী নাগরিককে আটক করে পুলিশ। শুক্রবার দুপুরে তাদের কৈলাসহর আদালতে প্রেরণ করেছে ইরানি থানার পুলিশ। জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে চাতলাং এলাকায় ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকায় অবৈধভাবে বাংলাদেশের দুই নাগরিক মহম্মদ সাহিদ ও আকলিমা বেগম বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করলে সীমান্ত সুরক্ষা বাহিনী বি.এস.এফ তাদের পাকড়াও করে।

 আইন মোতাবেক বি.এস.এফ শুক্রবার ইরানি থানার পুলিশের হাতে তাদের তোলে দেয়। আটককৃত দুই বাংলাদেশী নাগরিকের বাড়ী যথাক্রমে ঢাকার টুঙ্গী ও মানিকগঞ্জ এলাকায়। ভারতীয় সীমান্ত সুরক্ষা বাহিনীর ৯৭ নম্বর ব্যাটালিয়ন বি.এস.এফ জওয়ানদের হাতে আটক হয় এই দুই বাংলাদেশী নাগরিক। ধৃতদের জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানায়, ভারতের চেন্নাইতে কর্মসংস্থানের উদ্দেশ্যে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলো তারা। একাজে তাদের সহযোগিতা করেছে বাংলাদেশের কিছু দালালরা। ইরানি থানার পুলিশ ধৃত দুই বাংলাদেশী নাগরিকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইন অনুযায়ী ৫ টি ধারায় মামলা রজু করেছে। আইনী প্রক্রিয়া শেষে তাদেরকে শুক্রবার দুপুরে কৈলাসহর আদালতে সোপর্দ করেছে ইরানি থানার পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য