Thursday, September 19, 2024
বাড়িরাজ্যদুই সাংবাদিক হত্যার ঘটনার তদন্ত প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে রাজ্যপালের দ্বারস্থ ত্রিপুরা...

দুই সাংবাদিক হত্যার ঘটনার তদন্ত প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে রাজ্যপালের দ্বারস্থ ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ সেপ্টেম্বর : ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে বৃহস্পতিবার রাজ্যপালের কাছে এক স্মারক  লিপি প্রদান করা হয়। ২০১৭ সালে সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক ও শান্তনু ভৌমিকের হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নিয়ে বিলম্বের বিষয়ে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেছেন প্রতিনিধি দলটি। রাজ্যপালকে বলা হয়েছে, ২০১৭ সালে রাজ্যের দুইজন সাংবাদিককে হত্যা করা হলেও দোষীরা আজও সাজা পায়নি। সুদীপ দত্ত ভৌমিকার হত্যার সাথে জড়িতদের জামিনও হয়ে গেছে। অন্যদিকে সাংবাদিক শান্তনু ভৌমিকের হত্যার তদন্ত প্রক্রিয়া কার্যত শুরুই হয়নি।

 সিবিআই এর হাতে তদন্তভার গেলেও তাদের তদন্তের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন। কিন্তু দুই সাংবাদিককে হত্যার পরে রাজ্যের সাংবাদিকদের এক প্রতিনিধি দল তৎকালীন দেশের রাষ্ট্রপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে স্মারক লিপি প্রধান করেছিলেন। পরবর্তী সময়ে সি বি আই -এর কাছে তদন্ত ভার গেলেও তদন্তের কোন অগ্রগতি হয়নি। রাজ্যপাল এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিয়েছেন। সাক্ষাৎকার শেষে প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়েছে প্রয়োজনে আবারো এই ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবে জার্নালিস্ট ইউনিয়ন। দুইজন সাংবাদিক হত্যার ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার দাবিতে আবারো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়। প্রতিনিধি দলে ছিলেন, সহ-সম্পাদক অভিষেক দে, ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উপদেষ্টা সৈয়দ সাজ্জাদ আলী, সভাপতি প্রণব সরকার, সাধারণ সম্পাদক অলক ঘোষ সস অন্যান্যরা। আগামীকাল   সাংবাদিক শান্তনু ভূমিকের মৃত্যুবার্ষিকী পালন করা হবে। বিকাল পাঁচটায় রবীন্দ্র ভবনের সামনে প্রদীপ প্রজ্জ্বলনের  মাধ্যমে স্মৃতিচারণ করা হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য