স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ সেপ্টেম্বর : ত্রিপুরা শিশু সুরক্ষা কমিশনের উদ্যোগে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পশ্চিম জেলা ভিত্তিক পোষণ মাস পালন করা হয়। রাজধানীর প্রতাপগড় ঋষি কলোনি অঙ্গনওয়ারী কেন্দ্রে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান জয়ন্তী দেববর্মা, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে এইদিন এলাকার গর্ভবতী মহিলা ও শিশুদের হাতে পুষ্টিকর খাবার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান জয়ন্তী দেববর্মা বলেন শিশু ও গর্ভবতী মহিলাদের জন্য পোষণ মাস পালন করা হয়। গর্ভবতী মহিলারা পুষ্টিকর খাবার না খেলে নানান সমস্যা দেখা দেয়। তাই তিনি গর্ভবতী মহিলা ও শিশুদের পুষ্টিকর খাবার খাওয়ার আহ্বান জানান।