স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ সেপ্টেম্বর : সংগঠনকে শক্তিশালী করতে ভারতীয় জনতা পার্টি সদস্যতা অভিযান কর্মসূচি শুরু করেছে। বৃহস্পতিবার মহারাজগঞ্জ বাজার সবজী ব্যবসায়ী সমিতির উদ্যোগে মহারাজগঞ্জ বাজারে বিজেপির সদস্যতা অভিযানের আয়োজন করা হয়। এই সদস্যতা অভিযানের উদ্বোধন করেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য। এইদিন সদস্যতা অভিযানের উদ্বোধন করে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজীব ভট্টাচার্য বলেন পূর্বতন সরকারের সময় চাদার ঝুলুম চলতো। বর্তমানে সরকারের সময় চাঁদাবাজি বন্ধ হয়েছে।
ব্যবসায়ীরা বর্তমানে শান্তিপূর্ণ ভাবে ব্যবসা করতে পারছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন চাঁদা নিয়ে জুলুমবাজি চলবে না। রাজীব ভট্টাচার্য এইদিন সকলকে বিজেপির সদস্য হওয়ার আহ্বান জানান।সাংসদ রাজীব ভট্টাচার্য এইদিন কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের বিষয়ে তুলে ধরেন। আর উন্নয়নের নিরিখে সকলকে বিজেপি দলের সদস্য হওয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি বলেন কেন্দ্রে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর রাজ্য রেল পরিষেবা চালু হয়েছে।
রাজ্যে একটি জাতীয় সড়কের জায়গায় বর্তমানে ত্রিপুরা রাজ্য ৯ টি জাতীয় সড়ক পেয়েছে। বিমান পরিষেবার সম্প্রসারণ হয়েছে। এমবিবি বিমান বন্দরের আধুনিকীকরণ করা হয়েছে। আর এইটা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারনে। এইদিন অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতে বিজেপির সদস্য হওয়ার ব্যবস্থা করা হয়। মহারাজগঞ্জ বাজারের বহু সবজি ব্যবসায়ী এইদিন বিজেপি দলের সদস্য হন।