স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ সেপ্টেম্বর : চুরাইবাড়ি থানাধীন পূর্ব ফুলবাড়িতে ডাকাতি শেষে ধর্ষণ কান্ডে মামলা ও পাল্টা মামলায় ধৃত দুইজন। ঘটনার বিবরণে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর রাত আনুমানিক একটা নাগাদ তিনজনের এক ডাকাত পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতে এলাকায় এক ব্যক্তি ঘরের জানালা ভেঙে ঘরে প্রবেশ করে।
তখন গৃহস্থের অনুপস্থিত ডাকাতি করে গৃহস্থের স্ত্রীকে ধর্ষন করে নুর উদ্দিন নামে এক ব্যক্তি বলে অভিযোগ। এ মর্মে চুরাইবাড়ি থানায় একটি মামলাও রুজু করা হয়। এদিকে অভিযুক্ত নুর উদ্দিনের স্ত্রী পাল্টা মামলা করে বসে আব্দুল মজিদের বিরুদ্ধে। অবশেষে মামলা পাল্টা মামলার পরিপ্রেক্ষিতে চুরাইবাড়ি থানার পুলিশ পৃথক দুটি মামলায় অভিযুক্ত নুর উদ্দিন ও আব্দুল মজিদকে গ্রেফতার করে। চুরাইবাড়ি থানার অফিসার ইনচার্জ খোকন সাহা জানান, গোটা ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। খতিয়ে দেখছে ঘটনার মূল কারণ।