স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ সেপ্টেম্বর : বিশ্বকর্মা পূজা নামে সরকারি অর্থ আদ্যশ্রাদ্ধ করে মধ্যাহ্ন ভোজনের পাশাপাশি রাতভর চলে কর্মচারী বিনোদনের নামে উদাম নৃত্য। মধ্যাহ্ন ভোজনের প্রতি প্লেটের দাম প্রায় ৭০০ টাকা করে। ১৬ ই সেপ্টেম্বর রাত থেকে শুরু করে ১৯শে সেপ্টম্বর পর্যন্ত চলে বিশ্বকর্মা পূজা নামে কর্মচারী বিনোদনের আয়োজন করেছে দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদ। তাও আবার সরাসরি ঝলসার আসরে ব্যানার লাগিয়ে।
সত্যি দেখিয়ে দিল কর্মচারী বিনোদন কাকে বলে, কত প্রকার ও কি কি। এ যেন চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে পারব কি এক অকল্পনীয় দৃশ্যের সাক্ষী রইল গত চারদিন ধরে বিলোনিয়া বাসী। একদিকে ত্রিপুরা রাজ্যের ইতিহাসে দক্ষিণ জেলায় বন্যায় হাহাকার, সঠিকভাবে মানুষের মিলছে না সহযোগিতা। অপরদিকে জিলা অফিসের কর্মচারীরা উন্মুক্ত মদমত্ত নৃত্যে শামিল হল। বিশ্বকর্মা পূজার নামে সরকারি বিনোদনের নাম করে গতকাল দক্ষিণ জেলা সদর বিলোনিয়া মহকুমার দক্ষিণ জেলাশাসক অফিসের কর্মচারীরা এক সংগঠনের নাম দিয়ে আগের দিন বিশ্বকর্মা পূজার আয়োজন করেছে। সে বিশ্বকর্মা পূজোর মনোরঞ্জনের নামে জলসার আয়োজন করে জেলা সভাধিপতির অফিস এবং ডিডাব্লিউডি অফিস কার্যালয়ে মাঠে। যেখানে দেখা যায় শুল্ক দফতরের আধিকারিক থেকে শুরু করে জেলাশাসক অফিসের কর্মচারীরা সকলে উপস্থিত ছিলেন জলসার আসরে। কিন্তু এই আসরে সিংহভাগ কর্মচারীরা মদমত্ত অবস্থায় শামিল হয়ে আনন্দের জোয়ারে ভাসছেন। অপরদিকে দক্ষিণ জেলার মানুষ এখনো তাদের সে ঘর বাড়ি হারানো স্বজন হারানোর ব্যথা ভুলতে পারছে না। বহু পরিবার এখনো নিজ বাড়িতে পৌঁছাতে পারেননি এবং বহু মানুষ শরণার্থী হয়ে রয়েছেন। কিন্তু দক্ষিণ জেলা প্রশাসন লাখোয়ারী টাকার বাজেট নিয়ে বিশ্বকর্মা পূজার নামে উদ্দাম নৃত্যে সামিল হল দক্ষিণ জেলা শাসকের কর্মচারীরা ।