Tuesday, October 8, 2024
বাড়িরাজ্যপরিত্যক্ত ঘর থেকে উদ্ধার ১২ লক্ষাধিক টাকার নেশা জাতীয় কফ সিরাপ

পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার ১২ লক্ষাধিক টাকার নেশা জাতীয় কফ সিরাপ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ সেপ্টেম্বর : বুধবার রাতে নন্দননগর অক্সিলিয়াম স্কুল সংলগ্ন খাকচাং রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের ভেতরে পরিত্যক্ত এক ঘর থেকে ৩০ থেকে ৩৫ বস্তা এস কফ সিরাপ উদ্ধার হয়। যার বাজার মূল্য প্রায় ১২ লক্ষাধিক টাকা হবে। এ বিষয়ে এস ডি পিও সুব্রত বর্মন বলেন, এদিন রাতের বেলা পরিত্যক্ত ঘরের মধ্যে যখন বস্তাগুলি মজুদ করছিল তখন নজরে আসে এলাকাবাসী। এলাকাবাসীর নজরে আসতেই তারা জানায় স্থানীয় এক আই এস -এর পাকা ভবন নির্মাণের কাজের জন্য নির্মাণ সামগ্রী মজুদ করা হচ্ছে।

বৃহস্পতিবার থেকে নির্মাণের কাজ শুরু হবে। কিন্তু তারপরও বিষয়টি সন্দেহ হয় স্থানীয়দের। তারা এ বিষয় নিয়ে যখন নেশা কারবারিদের চেপে ধরে তখন তারা পালিয়ে যায়। খবর দেওয়া হয় এনসিসি থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে বস্তাগুলিতে ভর্তি এস কফ সিরাপ। এগুলি উদ্ধার করে নিয়ে আসা হয় থানায়। তিনি আরো জানান অভিযুক্তদের খুঁজে বের করতে পুলিশ তদন্তে নেমেছে। তবে সন্ধ্যার পর থেকে নন্দননগর এলাকা নেশা কারবারীদের দখলে চলে যায়। গাড়ি দিয়ে নেশা সামগ্রী আদান-প্রদান হয়। পুলিশ এক প্রকার ভাবে ঘুমে রয়েছে। তাই এবার এলাকাবাসীকে দায়িত্ব নিয়ে নেশা কারবারি সন্দেহ হলেই পুলিশকে খবর দেয়। এলাকাবাসী দাবি করছে পুলিশ পেট্রোলিং ব্যবস্থা যাতে সুদীঢ় করা হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য