Thursday, January 9, 2025
বাড়িরাজ্যবিজেপি -র মন্ত্রী বিধায়কদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করল প্রদেশ কংগ্রেস

বিজেপি -র মন্ত্রী বিধায়কদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করল প্রদেশ কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ সেপ্টেম্বর : বিজেপি এবং তার সহযোগী দলের মন্ত্রী, বিধায়ক সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য এবং হুমকি প্রদর্শন করছে। এর প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শনে শামিল হল কংগ্রেস। বুধবার প্রদেশ কংগ্রেস ভবন থেকে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করে পশ্চিম আগরতলা থানার ঘেরাও করে কংগ্রেস কর্মী সমর্থকরা। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য নেতৃত্ব।

প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানান, রাহুল গান্ধীর জীব কেউ টেনে ছিড়ে ফেলতে পারলে পুরস্কার মিলবে নগদ এগারো লক্ষ টাকা। এরই প্রতিবাদ জানিয়ে আজকে এই বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করে শিবসেনা দলের বিধায়ক সঞ্জয় গাইকোয়র, মন্ত্রী রাভলিট সিং বিট্টু, প্রাক্তন বিধায়ক তারবিন্দার সিং, রঘুরাজ সিং -এর বিরুদ্ধে মামলা দায়ের করে আইনি ব্যবস্থা নিতে দাবি করা হচ্ছে পুলিশের কাছে। এদিকে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর সব জায়গায় তাঁর হতাশা নজরে আসছে। দেশবাসীকে বলার মত কিছু নেই তাঁর কাছে। কারণ কর্মসংস্থানে ব্যর্থ, অর্থনৈতিক বিকাশে ব্যর্থ, দুর্নীতি বন্ধ করতে ব্যর্থ হয়েছে এ সরকার। তাই এখন গোটা দেশে বিজেপি কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিয়ে মিথ্যা অপপ্রচার শুরু করেছে। তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলকে পয়সা দিয়ে ভারতীয় জনতা পার্টি তৈরি হয়েছে। তাই এটা ভারত জ্বালাও পার্টি। তিনি আরো বলেন, চীন ভারতের কিছু জমি দখল করে নেওয়ার পরেও ৫৬ ইঞ্চি বুকের ছাতার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চুপ হয়ে গেছেন।

কিন্তু মানুষের দৃষ্টি ঘোরাতে তারা উল্টা পাল্টা বিভিন্ন কথা বলে চলেছে মানুষকে। এটা বড় অন্যায়। এরই প্রতিবাদে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি নেতৃত্বে একটি মামলা করার উদ্যোগ নিয়েছে। নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের উদ্দেশ্যে সুদীপ রায় বর্মন আরো বলেন, যতই চেষ্টা করা হোক না কেন কংগ্রেস ময়দান থেকে সরবে না। দেশের মানুষের আসল সমস্যা নিয়ে আন্দোলন। বিক্ষোভ কর্মসূচির শেষে অভিযুক্ত মন্ত্রী বিধায়কদের কুশপুতুলিকা আগুন দিয়ে পুড়িয়ে রাজধানী পোস্ট অফিস চৌমুহনিতে বিক্ষোভ প্রদর্শন করে কংগ্রেস কর্মী সমর্থকরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য