স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ সেপ্টেম্বর : ১৯৮০ সালের ১৮ সেপ্টেম্বর শহিদ হয়েছিলেন কনিষ্ঠ তম বিধায়ক তথা যুব আন্দোলনের নেতা গৌতম প্রসাদ দত্ত। বুধবার প্রয়াত গৌতম প্রসাদ দত্তর ৪৫ তম শহিদান দিবস। এই দিনটিকে মেলার মাঠস্থিত ছাত্র-যুব ভবনে যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয়।
উপস্থিত ছিলেন ডি.ওয়াই.এফ.আই-র রাজ্য সম্পাদক নবারুন দেব সহ অন্যান্যরা। উপস্থিত সকলে প্রয়াত গৌতম প্রদাস দত্তর পতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ডি.ওয়াই.এফ.আই-র রাজ্য সম্পাদক নবারুন দেব জানান ১৯৮০ সালের ১৮ সেপ্টেম্বর শহিদের মৃত্যু বরণ করেন গৌতম প্রসাদ দত্ত। ত্রিপুরা বিধানসভার কনিষ্ঠ বিধায়ক ছিলেন তিনি। তিনি আবার যুব আন্দোলনের অন্যতম নেতা ছিলেন।