স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ সেপ্টেম্বর : বুধবার থেকে শুরু হল ল্যান্ডপোর্ট অভ্যন্তরীণ অভিযোগ কমিটির সদস্যদের দুই দীন ব্যাপী বার্ষিক প্রশিক্ষণ। সমগ্র দেশের সাথে অগরতলাস্থিত ল্যান্ড পোর্ট ট্রেনিং সেন্টারেও শুরু হয়েছে এই প্রশিক্ষণ। মূলত “সচেতনতা এবং কর্মদক্ষতা” বৃদ্ধি করার বিষয়ে ল্যান্ডপোর্ট অভ্যন্তরীণ অভিযোগ কমিটির সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে দুইদিন ব্যাপী।
এইদিন প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থ শঙ্কর দে, এল.পি.এ.আই ডঃ রেখা রাইকর কুমার সহ অন্যান্যরা। প্রশিক্ষণের উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে এইদিনের প্রশিক্ষণের বিষয়ে তুলে ধরেন।