স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ সেপ্টেম্বর : মোটেও নিরাপদ নয় আগরতলা শহরের উড়ালপুল। বুধবার দুপুরে দুই গাড়ি এবং একটি বাইকের মধ্যে এই সংঘর্ষের ঘটনায় ঘটেছে। জানা যায় এ দিন একটি বাইক দ্রুতগতিতে উড়ালপুল দিয়ে ড্রপ গেইটে যাওয়ার সময় এই ঘটনা ঘটেছে। বাইক চালক জানায়, সে উড়ালপুল থেকে নামার সময় স্পিড ব্রেকার দেখে বাইকের গতি কমাতেই পেছন দিক থেকে একটি গাড়ি এসে তাকে ধাক্কা দেয়। সে বাইক থেকে মাটিতে লুটিয়ে পড়ে।
তারপর দেখে অপর একটি গাড়ির সাথে সংঘর্ষ হয়ে গাড়িটি তাকে ধাক্কা দিয়েছে। সাথে সাথে ঘটনাস্থলে ছুটে আসে ট্রাফিক পুলিশ। খবর দেওয়া হয় দমকল কর্মীদের। দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে আহত একজনকে হাসপাতালে নিয়ে যায়। তবে বলার অপেক্ষা রাখেনা উড়ালপুলে বাইক এবং গাড়ি চলাচলে কোন নিয়ন্ত্রণ নেই। সবকিছু জেনে বুঝো ট্রাফিক প্রশাসন বিষয়টি নজর এড়িয়ে চলেছে। এতে বাড়ছে দুর্ঘটনা। বিগতদিনে উড়ালপুলে দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা পর্যন্ত সামনে এসেছে। তারপরও সতর্ক হয়নি কিছু উশৃংখল বাইক ও গাড়ি চালক এবং ট্রাফিক কর্মীরা।