স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ সেপ্টেম্বর : জিবি হাসপাতালের মধ্যে গড়ে উঠছে সুপার স্পেশালিটি বিভাগ। কিন্তু স্বপ্ন পূরণ হওয়ার আগেই স্বপ্ন ভাঙার মতো ঘটনা ঘটলো বুধবার। আচমকা ধোঁয়া দেখতে পায় জিবি হাসপাতালে অন্যান্য কর্মীরা। সাথে সাথে গিয়ে তারা আগুন নেভানোর চেষ্টা করে। খবর দেওয়া হয় দমকল কর্মীদের। তারাও ঘটনাস্থলে ছুটে এসে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জল ছিটিয়ে দেয়। হাসপাতালের কর্মীরা জানান এটা ইউপিএস কক্ষ ছিল।
এর মধ্যে ব্যাটারি শর্ট সার্কিট হয়ে অগ্নিকাণ্ডের ঘটনার সংগঠিত হয়েছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় দু তিনটে ব্যাটারি নষ্ট হয়ে গেছে। ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় কুড়ি হাজার টাকার মতো। তবে কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সে বিষয় নিয়ে তারা স্পষ্ট কিছু বলতে পারছে না। ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জিবি হাসপাতালে। কর্তৃপক্ষ দাবি করেন এই ঘটনায় তেমন কোনো ক্ষতি হয়নি।