স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ সেপ্টেম্বর : দুঃসাহসিক ডাকাতির পর বলপূর্বক ধর্ষণের মত ঘটনা সংগঠিত হয়েছে কদমতলা ব্লক এলাকার পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ড এলাকায়। ঘটনা সম্পর্কে নির্যাতিতা গৃহবধূ জানান, দিন আনতে পান্তা ফুরায় অবস্থা তাদের। রাজমিস্ত্রি কাজে বাইরে ছিলেন তার স্বামী। সন্তানদের নিয়ে বাড়িতে একা থাকতেন তিনি।
সেই সুযোগকে কাজে লাগিয়ে এদিন রাত একটা নাগাদ ঘরের পেছনের জানালা ভেঙ্গে একদল ডাকাত ঘরে ঢুকে ধারালো অস্ত্র দেখিয়ে প্রথমে মহিল শরীরে থাকা স্বর্ণালংকার এবং একটি বাক্সে রাখা নগদ কুড়ি হাজার টাকা ছিনিয়ে নেয়। তারপর বলপূর্বক মহিলার সাথে কুকর্ম করেছে বলে অভিযোগ। তিনি আরো জানান তিন চার জন ডাকাতের মুখে কালো কাপড় বাধা ছিল। খবর পেয়ে ছুটে আসেন তার স্বামীও। খবর দেওয়া হয় চুরাইবাড়ি থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে।
পরেরদিন অর্থাৎ ১৩ই সেপ্টেম্বর দুষ্কৃতিকারী ওই ব্যক্তির নামধাম দিয়ে চুরাইবাড়ি থানায় লিখিত অভিযোগ জানালেও এখন পর্যন্ত অভিযুক্তকে আটক করতে সক্ষম হয় নি পুলিশ। জানা গেছে ঘটনার পর এদদিন রাতেই সে বাড়ি থেকে পালিয়ে যায়। ঘটনার প্রায় সপ্তাহ দিন পেরিয়ে গেলেও এমন জঘন্যতম ঘটনার সুষ্ঠু বিচার পায়নি অসহায় পরিবার। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন অসহায় নির্যাতিতা গৃহবধূর সহ তার স্বামী। পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তারা। এবার দেখার বিষয় নাম ঠিকানা পাওয়া সত্ত্বেও পুলিশ দুষ্কৃতিকারীকে জালে তুলতে কতটুকু সক্ষম হয়।