স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ সেপ্টেম্বর : গাঁজা সেবন করে কাকাকে কুপিয়ে গুরুতর আহত করল ভাতিজা। এই ঘটনা সংগঠিত হয়েছে রাজধানীর নন্দননগর সেনপাড়া এলাকায়। ঘটনার বিবরণের জানা যায়, অভিযুক্ত রাকেশ দত্ত মঙ্গলবার সকাল বেলা ঘরে প্রবেশ করে তার কাকা সঞ্জিত দত্তকে চারটি কূপ দেয়। সাথে সাথে সঞ্জিতের মা এসে অভিযুক্ত রাকেশ থেকে রক্ষা করে।
সাথে সাথে নিয়ে আসা হয় জিবি হাসপাতালে। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তি। আহত ব্যক্তির বয়স ৩৫ বছর। সঞ্জিতের মা জানায় অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে। রাকেশ বিভিন্ন সময় রাজেশ সেবন করে এ ধরনের উন্মাদনা করে বলে অভিযোগ। ঘটনায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয় এলাকায়।